বাংলাহান্ট ডেস্ক : ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নিয়ে বিতর্ক থামার নামই নেই। আর এই ছবিতে অভিনয় করার খাতিরে বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ছবির ট্রেলার লঞ্চ নিয়ে বিতর্ক হওয়ার পর মুখ খুলেছিলেন শাশ্বত। বলেছিলেন, ছবির নাম বদল হয়েছে তিনি জানতেন না। ছবির শুটিংয়ের সময় বেঙ্গল ফাইলস (The Bengal Files) নাম ছিল না। শাশ্বতর মন্তব্যের পালটা মুখ খুলেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এবার সরব হলেন ছবির অভিনেত্রী-প্রযোজক যথা বিবেক জায়া পল্লবী যোশী।
দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) বিতর্কে জড়িয়েছেন শাশ্বত
শাশ্বত বলেছিলেন, ছবির চিত্রনাট্যের বিষয়ে তিনি সম্পূর্ণ অবগত ছিলেন না। তারপরেই ক্ষুব্ধ পল্লবীর বক্তব্য, শাশ্বত ভয় পেয়েছেন। তাই ছবির পাশে দাঁড়াননি। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম উনি সাহস করে এগিয়ে আসবেন। কিন্তু উনি আমাকে একেবারে ভুল প্রমাণিত করলেন’।
কী বলেন পল্লবী: এখানেই না থেমে পল্লবী আরও বলেন, এমন একজনকে অভিনেতা হিসেবে নিয়োগ করা হয়েছে যিনি পেশাদার। অভিনেতা হিসেবে তিনি শাশ্বতকে সম্মান করেন বলে জানান পল্লবী। তিনি যেসব ছবিতে কাজ করেছেন তার জন্য তিনি তাঁকে সম্মান করেন। তাঁর বাবাও একজন বিখ্যাত অভিনেতা ছিলেন। পল্লবী বলেন, বাংলার রাজনীতি নিয়ে তাঁরা কথা বলেছিলেন। তাঁকে চিত্রনাট্য দেওয়া হয়েছিল। সঙ্গে এও জানানো হয়েছিল যে, ছবির নাম ‘দিল্লি ফাইলস: বেঙ্গল চ্যাপ্টার’ রাখা হয়েছে। কিন্তু নাম বদলে তা ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) করার কথা ভাবা হচ্ছে।
আরও পড়ুন : উৎসবের মুখে ‘কল্পতরু’ পূর্ব রেল, ৩ টি স্টেশনের জন্য একগুচ্ছ ‘স্পেশ্যাল’ ট্রেনের ঘোষণা, লটারি লাভ যাত্রীদের
কী বলেছিলেন শাশ্বত: উল্লেখ্য, এর আগে শাশ্বত বলেছিলেন শুটিংয়ের সময় ছবির নাম ‘দিল্লি ফাইলস’ ছিল। কিন্তু কাজ শেষ হওয়ার পর তিনি জানতে পারেন যে ছবির নাম বদলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) রাখা হয়েছে। কিন্তু নাম কেন পালটানো হল সেটা তাঁর হাতে নেই। ছবিটি দেখা না পর্যন্ত তিনি বুঝতে পারবেন না নাম বদলানোর কারণ।
আরও পড়ুন : ‘বহু মানুষ চিনেছি’, চার মাস পর হঠাৎ উদয়, প্রকাশ্যে ক্ষমা চাইলেন সায়ন্ত
তারপরেই এক সাক্ষাৎকারে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, “ওঁকে যা বলতে বলা হয়েছে উনি তাই বলেছেন। ভারতের অন্যতম সেরা অভিনেতা শাশ্বত। অনেক দারুণ ছবিতে (The Bengal Files) অভিনয় করেছেন তিনি। তাঁর ছবিতেও শাশ্বত যেভাবে অভিনয় করেছেন তার জন্য জাতীয় পুরস্কারও পেতে পারেন তিনি।”