বাংলা হান্ট ডেস্কঃ জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে কলকাতা হাই কোর্টের সাম্প্রতিক নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছিলেন, অনিকেত মাহাতোকে আরজি কর মেডিক্যাল কলেজে পোস্টিং দিতে হবে। এই রায়ের বিরুদ্ধে এবার চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল স্বাস্থ্য ভবন (Swasthya Bhaban)।
পোস্টিং নিয়ে আদালতে মামলা করেছিলেন অনিকেত
প্রসঙ্গত, কাউন্সেলিংয়ে অনিকেতকে আরজি কর মেডিক্যাল কলেজে পোস্টিংয়ের কথা জানানো হলেও, পোস্টিং তালিকা প্রকাশের সময় দেখা যায়, তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়োগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টে মামলা করেছিলেন অনিকেত মাহাতো। মামলায় অভিযোগ করা হয়েছিল, পছন্দ মতো পোস্টিং না পাওয়া একমাত্র তিনজনের মধ্যে একজনই অনিকেত ছিলেন। বাকিরা নিজেদের পছন্দ অনুযায়ী পোস্টিং পেয়েছেন।
রাজ্য সরকারের আইনজীবী মামলা শুনানিতে দাবি করেন, অনিকেতের স্নাতকোত্তর পরীক্ষায় র্যাঙ্ক ২৪, তাই তিনি শুধু মেধার ভিত্তিতে আরজি করেই পোস্টিং পাওয়ার দাবি করতে পারে না। আদালতে প্রশ্ন তোলা হয়, যদি কাউন্সেলিং করা হয়, তাহলে কেন সঠিক পছন্দ অনুযায়ী পোস্টিং প্রদান করা হয়নি।
আদালতের রায়কে চ্যালেঞ্জ স্বাস্থ্য ভবনের (Swasthya Bhaban)
বিচারপতি বিশ্বজিৎ বসু দুই পক্ষের সওয়াল শোনার পর নির্দেশ দেন, অনিকেত মাহাতোকে আরজি কর মেডিক্যাল কলেজে পোস্টিং দিতে হবে। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য স্বাস্থ্য ভবন (Swasthya Bhaban)। এখন ডিভিশন বেঞ্চ এই চ্যালেঞ্জের ওপর শুনানি করবে।
আরও পড়ুনঃ স্থগিতাদেশের আর্জিও খারিজ, পুশব্যাক মামলায় আদালতে হোঁচট খেল কেন্দ্র সরকার
এই মামলা স্বাস্থ্য ভবনের (Swasthya Bhaban) পোস্টিং প্রক্রিয়া, মেডিক্যাল কাউন্সেলিং সিস্টেমের স্বচ্ছতা এবং জুনিয়র ডাক্তারদের পছন্দের সঙ্গে সামঞ্জস্যের প্রশ্ন তুলছে। এখন দেখার আদালত কি রায় দেয়।