ফেক প্রোফাইল ওড়াতে গিয়ে নিজের ফেসবুক প্রোফাইল খোয়ালেন স্বস্তিকা, ক্ষুব্ধ অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রিপোর্ট মেরে উড়িয়ে দেওয়া হল স্বস্তিকা দত্তর (swastika dutta) ফেসবুক প্রোফাইল (facebook profile)। অত‍্যন্ত অসন্তুষ্ট অভিনেত্রী। কোনো নেটিজেনই এই কাণ্ডটি করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। প্রোফাইলটি ফিরে পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আপাতত ইনস্টাগ্রামের মাধ‍্যমেই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে জানালেন স্বস্তিকা।

ঠিক কী ঘটেছে? নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি ভিডিও বার্তায় স্বস্তিকা জানিয়েছেন, তাঁর ফেসবুক প্রোফাইলটি উড়ে গিয়েছে। কেউ প্রোফাইলটিতে রিপোর্ট মেরেছে। কয়েক ঘন্টা আগেই একটি ফেক প্রোফাইলের ছবি পোস্ট করে অনুরাগীদের তাতে রিপোর্ট মারতে বলেছিলেন স্বস্তিকা। কিন্তু কেউ সম্ভবত ইচ্ছা করে বা ভুলবশত তাঁর আসল প্রোফাইলটিতেই রিপোর্ট মেরে বসেছে।


স্বস্তিকা জানিয়েছেন, তাঁর টিম ও ফেসবুকের টিম মিলে প্রোফাইলটি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। আপাতত ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ‍্যমে নিজের অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখবেন স্বস্তিকা। তবে ভিডিওতে স্পষ্টই তাঁর মুখে বিরক্তি প্রকাশ পেয়েছে। কমেন্ট বক্সে অনুরাগীরা সান্ত্বনা দিয়েছেন স্বস্তিকাকে।

https://www.instagram.com/p/CPtC_o8jFBb/?utm_medium=copy_link

এই সময়ের বাংলা সিরিয়ালগুলির মধ‍্যে জনপ্রিয়তার তালিকায় অন‍্যতম নাম ‘কি করে বলব তোমায়’ (ki kore bolbo tomay) এর। জি বাংলার এই সিরিয়ালটি প্রথম থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। নায়ক নায়িকা কর্ণ ও রাধিকার চরিত্রে ক্রুশাল আহুজা এবং স্বস্তিকা দত্তর রসায়ন বেশ মনে ধরেছে সিরিয়ালপ্রেমীদের।

বড়পর্দা দিয়েই অভিনয় জগতে প্রবেশ স্বস্তিকার তবে এই মুহূর্তে ছোটপর্দাতেই দেখা যাচ্ছে স্বস্তিকাকে। ‘রাধিকা’র বেশে সবাইকে মুগ্ধ করে রেখেছেন অভিনেত্রী। ২০১৫ সালে বনি কৌশানি অভিনীত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন স্বস্তিকা। এরপর একে একে ভজ গোবিন্দ ও বিজয়িনী সিরিয়ালে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি।

X