বাংলাহান্ট ডেস্ক : ডিসেম্বরের শহরে শীতের আমেজের সঙ্গে সঙ্গে বাতাসে ভাসছে প্রেমের সুর। টলিপাড়ায় একদিকে যেমন বিয়ের ধুম লেগেছে, তেমনই অন্যদিকে এখনও অনেকেই খুঁজছেন নিজের মনের মানুষ। টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান নায়িকা স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। বর্তমানে সিনেমা, সিরিজ থেকে সিরিয়াল, তিন মাধ্যমেই ঘোরাফেরা করছেন তিনি। কাজ নিয়েই বর্তমানে বেশি ব্যস্ত স্বস্তিকা। তবে এক সময় সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। মনও ভেঙেছিল তাঁর। শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর আর কোনও সম্পর্কের গুঞ্জন শোনা যায়নি। যদিও ভালোবাসায় এখনও বিশ্বাস রেখেছেন স্বস্তিকা।
এখনও প্রেমে বিশ্বাসী স্বস্তিকা (Swastika Dutta)
এখনও প্রেম করতে ইচ্ছা করে স্বস্তিকার। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, শীতের শহরে প্রেম করতে ইচ্ছা করছে তাঁর। তবে প্রেমে মানুষ এখন হয় পাগল, মানুষ হয় ছাগল। তবে তিনি এখন প্রেমের দিকে ফোকাস করলে কাজের দিক ঘেঁটে যাবে।

নিজেকে নিয়ে অকপট অভিনেত্রী: নিজের বিষয়ে স্বস্তিকা (Swastika Dutta) বলেন, তিনি খুবই ইমোশনাল ফুল একজন মানুষ, আবার সংসারীও বটে। জেন জি প্রেমে তিনি বিশ্বাসী নন। তাঁর মতে, ভালোবাসায় ভালো ভাষাটাও জরুরি। কথাতেই সব শুরু, আবার কথাতেই শেষ।
আরও পড়ুন : ভারতীয় রেলের বড় পদক্ষেপ, প্রবীণ নাগরিকদের জন্য ফিরছে বিশেষ সুবিধা
সম্পর্কটা ছিল চর্চার বিষয়: শোভন স্বস্তিকার প্রেম একসময় ছিল নেটপাড়ায় চর্চার বিষয়। নিজেদের প্রেমটা লুকিয়ে রাখেননি তাঁরা। একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে মধ্যরাতে জন্মদিন উদযাপন, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই যুগলে ছবি শেয়ার করতেন দুজনে। শোনা গিয়েছিল বিয়ের কথাবার্তাও নাকি এগোচ্ছে তাঁদের। কিন্তু শেষমেশ টেকেনি সম্পর্কটা।
আরও পড়ুন : রিজার্ভেশন চার্টের সময়সীমায় বড় বদল, যাত্রী সুবিধার্থে বড় সিদ্ধান্ত রেলের
বিচ্ছেদের পর নাকি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন স্বস্তিকা। বর্তমানে যদিও কাজের প্রতি মন দিয়েছেন তিনি। স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।












