‘পুজোয় আছি, উৎসবে নেই’, ছবি বয়কটের ডাক উঠতেই সাফাই স্বস্তিকার

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচার চাইতে গিয়ে ‘উৎসবে না থাকার’ কথা বলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আবার একই সঙ্গে নিজের ছবির প্রচার করায় চরম সমালোচিত হতে হল অভিনেত্রীকে। একদিকে বলছেন উৎসব করবেন না, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় পুজোয় মুক্তি পেতে চলা নিজের ছবির প্রচার করছেন। এর জন্য ‘দুমুখো’ তকমা পেতেই এবার মুখ খুললেন স্বস্তিকা (Swastika Mukherjee)। নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

আবার সমালোচনার মুখে স্বস্তিকা (Swastika Mukherjee)

আরজিকর কাণ্ডে প্রথম থেকেই প্রতিবাদে সোচ্চার হতে দেখা গিয়েছে স্বস্তিকাকে (Swastika Mukherjee)। শুধু সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়ে থেমে থাকেননি। নেমেছেন রাস্তায়। রাত দখলের একাধিক কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। আবার সেইসব কর্মসূচিতে হাসিমুখে সেলফি তুলে ট্রোলডও হয়েছেন। কিন্তু স্বস্তিকা (Swastika Mukherjee) দমেননি। পালটা জবাব দিয়েছেন নিন্দুকদের। আবার পথেও নেমেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির প্রচার করেই ফের সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী।

   

আরো পড়ুন : এইডস আক্রান্ত নায়ক, মুখ ফেরায় ইন্ডাস্ট্রি, মাত্র ১ টাকায় অভিনয় করতে রাজি হন সলমন

নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী

আসলে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উৎসবে ফিরুন’ মন্তব্য নিয়ে নতুন করে চড়া হয় জনরোষ। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ‘উৎসবে ফিরছি না’ লেখা একটি পোস্টার শেয়ার করেছিলেন স্বস্তিকা (Swastika Mukherjee)। অথচ তারপরেই পুজোয় আসন্ন ছবি ‘টেক্কা’র প্রচার করতেও দেখা যায় স্বস্তিকাকে। তার জেরেই তুমুল ট্রোলড হচ্ছেন তিনি। এমনকি তাঁর ছবি বয়কটের ডাকও উঠেছে। এবার একটি পোস্টে নিজের বক্তব্য স্পষ্ট করলেন স্বস্তিকা (Swastika Mukherjee)।

আরো পড়ুন : আরজিকর কাণ্ডে পথে নামার ঘোষণা মিঠুনের, মহাগুরুর সঙ্গে ছবির মুক্তি পেছোলেন রাজ

কী লিখেছেন স্বস্তিকা

তিনি লিখেছেন, ‘রেপ কালচার, থ্রেট কালচার এগুলোর সাথে আমরা অবগত! ব্যান কালচারের সাথেও… এখন এই দুঃসময়ে এটা আবার ট্রেন্ডও করছে। আমি পেশায় অভিনেতা। সংসারও চলে অভিনয় করেই। আর শুধু আমারই নয় আরও দশটা মানুষের সংসারও চলে ।তারা আমার ওপরেও নির্ভরশীল! আমার কাজ ভালোবেসে করি, ওটাই আমার প্যাশন! ওটাই আমার ভাত কাপড় জোটায়। বাকি সক্কলে যেমন কাজ সামলে এই আন্দোলনে সারা দিচ্ছেন, আমিও তার চেয়ে আলাদা নই। আমরা যারা তিলোত্তমা তাদের নিজের তাগিদেও এ লড়াইয়ে সামিল হওয়া।’

Swastika Mukherjee

স্বস্তিকা (Swastika Mukherjee) আরো লিখেছেন, ‘খালি পেটে বিপ্লব হয় না, সাথী! ভাতের জন্যেও লড়তে গেলে ভাতের স্বাদ জানতে হয়। তাই যদি বেঁচে থাকার পন্থাকে আপনাপা নিম্দে করতে শুরু করেন, তাহলে খুনের জন্য বিচার চাওয়াটা হিপোক্রেসি নয় কি?’ তিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি ‘পুজোয় আছেন, উৎসবে নেই’। এ তাঁর একান্ত ব্যক্তিগত মত। তাঁর ছবিও কেউ ইচ্ছা হলে দেখতে পারেন, নয়তো নয়। তিনি নতুন ছবির প্রচারও করবেন, আবার আন্দোলনেও থাকবেন, জবাব স্বস্তিকার।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর