অভিনয় ছাড়ছেন স্বস্তিকা? এবার নতুন পেশা বেছে নিলেন অভিনেত্রী! তুমুল শোরগোল টলিপাড়ায়

বাংলা হান্ট ডেস্কঃ ছক ভাঙা চরিত্রে অভিনয় করে বহুবার তাক লাগিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। টলিউডের গণ্ডি পেরিয়ে এখন বলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছেন এই বাঙালি অভিনেত্রী। সুশান্ত সিং রাজপুত, বাবিল খান, তৃপ্তি ডিমরির মতো খ্যাতনামা তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। এবার তিনিই নাকি অভিনয় ছাড়ছেন?

অভিনয় ছেড়ে প্রোমোটারি করবেন স্বস্তিকা (Swastika Mukherjee)?

ঝুলিতে রয়েছে একাধিক হিট সিনেমা। চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে স্বস্তিকার ‘ডিম্যান্ড’ও বেশ ভালো। কেরিয়ারের এই পর্যায়ে এসে অভিনয় ছাড়ছেন অভিনেত্রী? শোনা যাচ্ছে তেমনই গুঞ্জন। কথাটা আংশিক সত্য হলেও, পুরোপুরি নয়। কারণ স্বস্তিকা যে প্রোমোটারির জগতে পা রাখছেন সেটা ঠিক। তবে সেটা আগামী ছবির জন্য।

শৌর্য দেব পরিচালিত ‘প্রোমোটার বৌদি’ ছবিতে নামভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। দু’জন প্রোমোটারের দ্বন্দ্বকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। সেখানে রজতাভ দত্তের (Rajatava Dutta) বিরুদ্ধে ‘লড়াই’য়ে নামবেন স্বস্তিকা।

আরও পড়ুনঃ ৫৯ বছরে দ্বিতীয় বিয়ে স্নেহাশিসের! সৌরভের নতুন বৌদিকে চেনেন? রইল আসল পরিচয়

জানা যাচ্ছে, আসন্ন এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সত্যম ভট্টাচার্য, শ্রীমা ভট্টাচার্য, শুভ্রজিৎ দত্তের মতো তারকাদের। মূলত শহর কলকাতাতেই ‘প্রোমোটার বৌদি’র শ্যুটিং হয়েছে। এই ছবির হাত ধরে টলিউডে পা রাখতে চলেছেন শৌর্য।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে আসন্ন ছবি সম্বন্ধে পরিচালক বলেন, ‘প্রোমোটার শুনলেই সাধারণ মানুষের মনে সাদা জামা প্যান্ট, সোনার চেন পরা একজন লোকের ছবি ভেসে ওঠে। চট করে কোনও মহিলাকে এই পেশায় দেখা যায় না। কল্পনাও করা হয় না। সেই জন্য এই ছবিতে দর্শকদের জন্য চমক থাকবে। প্রোমোটার হয়ে যাওয়ার পর স্বস্তিকাকে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় সেটাই এই ছবিতে তুলে ধরা হবে’।

Swastika Mukherjee Rajatava Dutta

উল্লেখ্য, ‘প্রোমোটার বৌদি’ ছাড়াও স্বস্তিকাকে (Swastika Mukherjee) এরপর সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ ছবিতেও দেখা যাবে। এই সিনেমার মুখ্য চরিত্রে থাকবেন দেব, রুক্মিণী মৈত্র। পুজোয় রিলিজ করবে এই সিনেমা। তবে ‘প্রোমোটার বৌদি’ কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, চলতি বছরই বক্স অফিসে আসবে শৌর্য দেব পরিচালিত এই ছবি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর