নিসপাল রানের সঙ্গে শুধুমাত্র কাজের জন‍্য সম্পর্ক রেখেছিলেন কোয়েল, বিষ্ফোরক স্বস্তিকা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে (tollywood) কোয়েল মল্লিক (koel mallick) ও স্বস্তিকা মুখার্জির (swastika mukherjee) মধ‍্যে যে একটা প্রচ্ছন্ন বিরোধিতা রয়েছে তা অনেকেই জানেন। দুজনের এই ‘ক‍্যাটফাইট’ কয়েকবার প্রকাশ‍্যেও এসেছে। প্রকাশ‍্যেই কোয়েল ও তাঁর স্বামী নিসপাল রানের সম্পর্কে কটুক্তি করেছিলেন স্বস্তিকা। এমনকি জিতের সঙ্গে কোয়েলের সম্পর্ক নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।


জিতের সঙ্গে যে স্বস্তিকার এক সময় বেশ গভীর সম্পর্ক ছিল তা অনেকেরই জানা। অপরদিকে কোয়েলের সঙ্গেও ভাল বন্ধুত্ব ছিল জিতের। এর জন‍্য তাপ উত্তাপ লেগেই থাকত জিত ও স্বস্তিকার সম্পর্কে। কোয়েলের সঙ্গে জিতের বন্ধুত্বটা কখনওই ভাল ভাবে নেননি তিনি। কোয়েলের পরিবারের সবার সঙ্গে জিতের বেশ মাখোমাখো সম্পর্ক দেখে তিনি ভেবেই নিয়েছিলেন কোয়েলের সঙ্গেই বিয়ে হতে চলেছে জিতের।
কিন্তু জিত ও কোয়েলের মধ‍্যে বন্ধুত্ব ছাড়া আর কোনও সম্পর্কই ছিল না। কিন্তু তা সত্ত্বেও স্বস্তিকার সন্দেহই জিতের সঙ্গে তাঁর সম্পর্কে ভাঙন ধরায়। কিন্তু এই বিচ্ছেদের পর কোয়েলের ওপ‍র অভিনেত্রীর বিদ্বেষ কমার বদলে আরও বেড়ে যায়।


শোনা যায়, এরপর কোয়েলের ব‍্যক্তিগত ও পেশাগত সম্পর্ক নিয়েও কটুক্তি করেন স্বস্তিকা। তিনি কটাক্ষ করেন, সুরিন্দর ফিল্মসের মালিক নিসপাল রানের সঙ্গে কেবল মাত্র কাজ পাওয়ার জন‍্যই সম্পর্ক রেখেছেন কোয়েল।
পাশাপাশি কোয়েলের অভিনয় ক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন স্বস্তিকা। অভিনেত্রীর এসব কটুক্তির উত্তরে কোয়েল এককথায় জবাব দেন। তিনি সাফ জানান, এই ধরনের মন্তব‍্য করে নিজের মানসিকতারই পরিচয় দিয়েছেন স্বস্তিকা। তাঁর বক্তব‍্যের উত্তর দিয়ে নিজেকে ছোট করতে পারবেন না তিনি।

X