SSC কাণ্ডে ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে রবীন্দ্রনাথ! গোলাপ বিলি করে কী বার্তা দিলেন?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি কাণ্ডে (SSC Recruitment Scam) চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের (Supreme Court) এক রায়ে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বাংলার হাজার হাজার পরিবারের। বৃহস্পতিবার ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে’র তরফ থেকে বিকাশ ভবন (Bikash Bhawan) ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়। যা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলেও প্রতিবাদ থামাননি চাকরিহারারা। এবার তাঁদের পাশে এসে দাঁড়ালেন প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুর।

চাকরিহারাদের (SSC Recruitment Scam) পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন প্রতীকী রবীন্দ্রনাথ?

গত এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে ‘অযোগ্য’ ও ‘দাগি’ হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দেয় আদালত। চলতি বছরের ৩১ ডিসেম্বর অবধি তাঁরা বিদ্যালয়ে যেতে পারবেন। বেতনও পাবেন। তবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে পুরনো রায়ই বহাল রয়েছে।

ফের নতুন করে পরিক্ষা নিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission)। তবে আবারও একই পরীক্ষায় বসতে নারাজ ‘যোগ্য’রা। এই নিয়ে বিকাশ ভবনে টানা অবস্থান, আন্দোলন করছেন তাঁরা। এবার তাঁদের পাশে দাঁড়ালেন প্রতীকী রবীন্দ্রনাথ। আইএনটিইউসির সেবাদলের পক্ষ থেকে প্রতিবাদীদের প্রতি সমর্থন জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ছাব্বিশের ভোটের আগেই একাধিক রদবদল! দুষ্কৃতীদের হাতে খুন হওয়া দুলালের স্ত্রীকে বড় দায়িত্ব TMC-র

এদিন বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীদের হাতে গোলাপ তুলে দেন প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি বলেন, ‘পুলিশের আচরণ সমর্থন করি না। শিক্ষক আন্দোলনে পাশে থাকার বার্তা দেওয়ার জন্য অভিনব উদ্যোগ। বাংলা মানেই শান্তি, সম্প্রীতি। পুলিশেরও এটা মনে রাখা উচিত’।

SSC recruitment scam jobless candidates called rally to Bikash Bhawan

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দেদার লাঠিচার্জ করে পুলিশ। তাতে আহত হন একাধিকজন। গতকাল লাঠিচার্জের ব্যাখ্যা দিয়ে রাজ্য পুলিশ জানায়, ৭ ঘণ্টা ধরে সংযম দেখিয়েছিলেন উর্দিধারীরা। বিকাশ ভবনের ভেতর আটকে পড়া কর্মীদের বের করতে যতটুকু বলপ্রয়োগ করতে হতো, ততটুকুই করা হয়েছে।

পুলিশের এহেন আচরণের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছেন চাকরিহারারা (SSC Recruitment Scam)। গতকাল ধিক্কার দিবস পালিত হয়েছে। আজ ফের করুণাময়ী থেকে বিকাশ ভবন অবধি মিছিলের ডাক দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে রাজ্যের শিক্ষামন্ত্রীকে অবস্থান মঞ্চে আসতে হবে। রাজ্যের অবস্থান পরিষ্কার করতে হবে। এরপরেই তাঁরা অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করবেন। আজ চাকরিহারাদের নৈতিক সমর্থন জানাতে অবস্থান মঞ্চে স্কুল পড়ুয়াদের একাংশের হাজির হওয়ার কথা রয়েছে বলে খবর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X