ভয়ঙ্কর পরিস্থিতি! করোনা ভাইরাসের উপসর্গ কেরলের ৭ বাসিন্দা সহ ১১ জন ভারতীয়র দেহে!

বাংলা হান্ট ডেস্কঃ  চিনে মহামারীর রূপ নিতে চলেছে করোনা ভাইরাস। এখান থেকে অন্যান্য দেশে নেপাল, পাকিস্তান সহ এশিয়া মহাদেশের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে এই মারাত্মক ভাইরাস। মৃত্যু মিছিল পড়ে গিয়েছে চিনে। ভারতেও এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

52FD32D2 80C7 4D5C 83DA 866D140005E5 5e29943dbea73

কেরল সহ ৪ রাজ্যে ১১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে সম্প্রতি। চিন এবং হংকং থেকে তারা ফিরেছে। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সহ উপসর্গগুলি তাদের মধ্যে দেখা যাওয়ায় আলাদা পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই ১১ জনকে।১১ জনের মধ্যে কেরলের বাসিন্দা ৭ জন,  মুম্বইয়ের ২ জন, বেঙ্গালুরু ও হায়দরাবাদের একজন করে বাসিন্দা রয়েছে পর্যবেক্ষণে।জানা যাচ্ছে এশিয়া ছাড়াও ইউরোপ, আমেরিকাতেও এই ভাইরাস ছড়ানোর সম্ভবনা রয়েছে।

চিন এবং হংকং থেকে প্রায় ২০,০০০ মানুষ ভারতে এসেছে সম্প্রতি। তাদেরকে প্রাথমিকভাবে থার্মাল স্ক্রিনিং-এর পর্যবেক্ষণে রাখা হয় বিমানবন্দরে। তাদের মধ্যে ১১ জনকে চিহ্নিত করা হয়েছে। কারণ জানা গিয়েছে ওই ১১ জনের টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার কারণে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার নির্দেশে তাদেরকে আলাদাভাবে রাখা হয়েছে পর্যবেক্ষণে।

jpg 35

প্রথমে কেরলের ৮০ জনকে পর্য়বেক্ষণে রাখা হয়েছিল, কিন্তু ৭৩ জনের মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কোনও উপসর্গ পাওয়া যায়নি। বাকি ৭ জনের মধ্যে সেই উপসর্গ সামান্য হলেও পাওয়া গিয়েছে।দিল্লির এইমস এই করোনা ভাইরাসের উপসর্গ শরীরে আছে এমন সন্দেহভাজন রোগীদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করেছে। চিকিত্সক ফেটেল পরামর্শ দিয়েছেন, চিন থেকে ফেরা ভারতীয়রা, যাদের মধ্যে আপাতত কোনও উপসর্গ দেখা যাচ্ছে না, বাড়ি ফিরে তারাও যেন কয়েক সপ্তাহ নিজেদেরকে পর্যবেক্ষণে রাখেন।


সম্পর্কিত খবর