আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ঘোষণার পরেই আইপিএল নিয়ে পরিকল্পনা করবে বিসিসিআই। আইসিসি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেয় তাহলেই আইপিএলের বল গড়াবে। ইতিমধ্যেই ক্রিকেট মহলে এমন সম্ভাবনা দেখা দিয়েছে।
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির বিশেষ সভা রয়েছে। এই সভাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেয় আইসিসি তাহলে আইপিএল করার ক্ষেত্রে আর কোনো প্রকার বাধা থাকছে না বিসিসিআইয়ের।
করোনা ভাইরাসের কারণে ভারতে দীর্ঘদিন ধরে সমস্ত খেলাধুলা বন্ধ রয়েছে। এই কারণে আইপিএল স্থগিত করে দিয়েছে বিসিসিআই। এই বছর যদি আইপিএল অনুষ্ঠিত না হয় তাহলে বিরাট অংকের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সেই কারণে যে করেই হোক আইপিএল আয়োজন করতে মরিয়া বিসিসিআই। জানা গিয়েছে আইসিসি যদি এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেয় তাহলে সেই সময়টা কাজে লাগিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে আইপিএল।