বাংলাহান্ট ডেস্ক : সালটা ১৯৮৪। সে সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। তাঁকে হত্যা করার অভিযোগ ওঠে শিখদের বিরুদ্ধে। এরপরেই রাজধানী দিল্লিতে শুরু হয় শিখ বিরোধী দাঙ্গা। সেই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। আজও সেই স্মৃতি দগদগে হয়ে রয়েছে গোটা দেশবাসীর কাছে। সম্প্রতি জানা গিয়েছে, সে সময় মহা বিপদে পড়েছিলেন বলিউড (Bollywood) অভিনেত্রী তাপসী পান্নুর (Taapsee Pannu) বাবা এবং গোটা পরিবার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলতে শোনা গেল বলিউডের এই তারকাকে। ভয়ংকর সেই স্মৃতির কথা তুলে ধরলেন তিনি। প্রতিবেশীদের কারণেই প্রাণ বেঁচে ছিল অভিনেত্রীর বাবা এবং গোটা পরিবারের। যদিও এই ঘটনাটি যখন ঘটেছিল তখনও জন্ম হয়নি অভিনেত্রীর। এমনকি বিয়েই হয়নি তাঁর বাবা মায়ের।
অভিনেত্রী জানান, তাঁর মা পূর্ব দিল্লির বাসিন্দা। কিন্তু তাঁর বাবা শক্তিনগরের বাসিন্দা। ঘটনার সময় এলাকায় একমাত্র শিখ পরিবার ছিল অভিনেত্রীর বাবার পরিবার। তাঁদের গোটা বাড়ি নাকি ঘিরে রেখেছিল দাঙ্গাকারীরা। সব সময় হাতে রাখতে হত তরোয়াল এবং পেট্রোল বোমা। প্রতিবেশীদের জন্যই প্রাণে বেঁচে ছিল গোটা পরিবার।
অভিনেত্রী বলেন, ‘আমার বাবার গোটা পরিবার সেসময় আতঙ্কের মধ্যে থাকতো। এলাকার একমাত্র শিখ পরিবার হওয়ার কারণে বহু সমস্যা পোহাতে হয়েছে তাদের। দাঙ্গাকারীরা হত্যা করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হাজির হয়েছিল বাড়ির সামনে। জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাবার গাড়ি। যদিও বাড়িতে ঢুকতে পারেনি দাঙ্গাকারীরা।
অতীতের কথা স্মরণ করলেও অভিনেত্রী বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলে গেছে। অনেকের মন থেকে মুছে গেছে ভয়ংকর এই স্মৃতিটা। যদিও আমি বড় হওয়ার সাথে সাথে অনুভব করি আমি একটি সংখ্যালঘু পরিবারের কন্যা’।