তৈরি হচ্ছে ‘অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের বায়োপিক, শাহরুখ খান বা সোনু সূদ করবেন অভিনয়
বাংলাহান্ট ডেস্ক: জলপাইগুড়ির ‘অ্যাম্বুলেন্স দাদা’ (ambulance dada) করিমুল হক (karimul hoque)। এতদিনে সারা দেশে এমনকি বিদেশেও ছড়িয়ে তাঁর জনপ্রিয়তা। দীর্ঘদিন ধরে বিনা মূল্যে গ্রামবাসীকে অ্যাম্বুলেন্সের পরিষেবা দিয়ে এসেছেন তিনি। তাও আবার নিজের হাতে তৈরি করেছেন সেই অ্যাম্বুলেন্স। পেয়েছেন পদ্মশ্রী সম্মান। এবার তৈরি হতে চলেছে করিমুল হকের বায়োপিক। গত শুক্রবারই বলিউড প্রযোজক করিম মোরানির সঙ্গে চুক্তি … Read more