তালিবানি জঙ্গিরা লুঠ করল আমেরিকার হাতিয়ার, ভারতের আগেই পাকিস্তানে চালাবে তাণ্ডব
বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে (Afghanistan) তালিবানিদের (Taliban) কবজা জমানোর মধ্যেই ভারতীয় শীর্ষ সৈন্য আধিকারিকরা মঙ্গলবার চাঞ্চল্যকর এক তথ্য পেশ করেছে। আধিকারিকরা জানিয়েছেন যে, তালিবান জঙ্গিরা আফগানিস্তান সেনা আর আমেরিকার সেনাদের থেকে যেই হাতিয়ার গুলি লুঠ করেছিল, সেগুলো পাকিস্তানে (Pakistan) পাঠিয়ে দিয়েছে। আধিকারিকদের আশঙ্কা এই হাতিয়ার গুলির ব্যবহার ভারতের বিরুদ্ধে করার আগে তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে করবে। আধিকারিকরা … Read more