ভোটের পরেও অশান্ত বীরভূম, বোমা বাঁধতে গিয়ে হাত উড়ল এক তৃণমূল কর্মীর
বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবারই রাজ্যে মিটেছে ভোট অষ্টমী। সেই অন্তিম দফাতে ভোটগ্রহণ হয় বীরভূম জেলায়। ভোটের দিন সকাল থেকেই বিক্ষিপ্ত রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ছিল বীরভূম (Birbhum)। তবে ভোট মিটেলেও সেই অশান্তির ধারা অব্যাহত রইল সেখানে। কোথাও বোমাবাজির অভিযোগ, তো কোথাও সেই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ কাণ্ড। এদিন বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ফলে হাত উড়ে যায় এক ব্যক্তির। … Read more