একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর! অনেক হল গান, এবার কবিতা পাঠ করবেন হিরো আলম!
বাংলাহান্ট ডেস্ক: তিনি গানেও আছেন, আবার অভিনয়েও আছেন। আর এবার আবৃত্তিও শুরু করতে চলেছেন। হিরো আলম (Hero Alom), বাংলাদেশের অন্যতম নামী এবং ‘জনপ্রিয়’ তারকা। হ্যাঁ, তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। তিনি যা করেন তাই নিয়েই সমালোচনা, হাসিঠাট্টার ঝড় ওঠে। কিন্তু হিরো আলম তো দমে যাওয়ার মানুষ নন। এবার গান ছেড়ে কবিতা নিয়ে পড়েছেন তিনি। নতুন … Read more