সাদা পাঞ্জাবির সঙ্গে গান্ধী টুপি পরলেই কেউ ভাল মানুষ হয়ে যায় না, আশারাম বাপুর সঙ্গে নানা পাটেকরের তুলনা টানলেন তনুশ্রী
বাংলাহান্ট ডেস্ক: নানা পাটেকরের সঙ্গে তনুশ্রী চক্রবর্তীর সংঘাতের কথা কারওরই অজানা নয়। বা বলা ভাল নানার বিরুদ্ধে সমস্ত অভিযোগ এনেছেন তনুশ্রীই। নানা পাটেকর নাকি তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন বলে বিষ্ফোরক অভিযোগ এনেছেন তিনি। এই নিয়ে কোর্ট-কাছারিও হয়েছে বহুবার। কিন্তু শেষপর্যন্ত নানাকে অবশ্য বেকসুর খালাস করে আদালত। তবে হাল ছাড়েননি তনুশ্রী। সুযোগ পেলেই অভিনেতার সম্পর্কে … Read more