চলে গেলেন কংগ্রেসের চাণক্য আহমেদ পাটেল, রাজনৈতিক মহলে শোকের ছায়া
বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসের বরিষ্ঠ নেতা আহমেদ পাটেল (Ahmed Patel) প্রয়াত হয়েছেন। ওনার পুত্র ফৈসল ট্যুইট করে এই কথা জানান, করোনা সংক্রমিত হওয়ার পর তিনি বেশ কয়েকদিন গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি ছিলেন। ৭১ বছর বয়সী পাটেলকে কংগ্রেসের চাণক্য বলেই মানা হত। তিনি কয়েক দশক ধরে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নেতা ছিলেন। ওনার পুত্র ফৈসল পাটেল ট্যুইট করে লেখেন, … Read more