ঘাটালবাসীর দুঃখ ঘোচাতে মসিহা হলেন দেব, কমিউনিটি কিচেন খুলে করছেন সাহায্য
বাংলাহান্ট ডেস্কঃ জলে ভাসছে তাঁর এলাকা ঘাটাল (Ghatal)। এবার সেই ঘাটলবাসীর দুঃখ কিছুটা হলেও দূর করতে কমিউনিটি কিচেন খুললেন সাংসদ অভিনেতা দেব (Dev)। এই কমিউনিটি কিচেনের মাধ্যমে প্লাবিত এলাকার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে রান্না করা তৈরি খাবার। একদিকে বৃষ্টি জল এবং অন্য দিকে DVC-র ছাড়া জলে জলমগ্ন হয়ে পড়েছে ঘাটালের একাধিক এলাকা। বন্যার ফলে এলাকাবাসীর … Read more