দুধ বিক্রি থেকে জোম্যাটো ডেলিভারি, স্বপ্নপূরণ করতে সংসার চালিয়েই অনলাইন ক্লাস করছে রচনা
বাংলাহান্ট ডেস্কঃ দিনের শুরুটা হয় ভোর ৪ টের সময়। বাড়ি বাড়ি দুধ দিয়ে যোগ দেয় অনলাইন ক্লাসে। তারপর পড়া শেষেই জোম্যাটো-র ব্যাগ পিঠে তুলে খাবার ডেলিভারি করতে বেরিয়ে পরা। এভাবেই একাধারে নিজের স্বপ্ন এবং অন্যদিকে পরিবারের আর্থিক সাহায্য করে চলেছেন তেলঙ্গানার (telangana) রচনা। তেলঙ্গানার ওয়ারঙ্গল জেলার হানামকোন্ডার বাসিন্দা রচনা হোটেল ম্যানেজমেন্ট স্বপ্ন দেখেছিলেন। সেইমত সংসারের … Read more