‘দুয়ারে দামোদর’ প্রচুর জল ছাড়ল ব্যারেজ, হুগলী হাওড়ার বহু এলাকা ডোবার আশঙ্কা
বাংলাহান্ট ডেস্কঃ নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন বাংলার (west bengal) একাধিক এলাকা। জলযন্ত্রণা কাটিয়ে ওঠার আগেই, আরও এক দুঃসংবাদে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা তৈরি হয়েছে বঙ্গবাসীর। এই অতিরিক্ত বৃষ্টির জেরে এবার জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে দামোদর ব্যারেজ। নাগাড়ে বৃষ্টির জেরে জলের পরিমাণ বেড়েছে দামোদর, অজয় নদে। যার ফলে অন্ডাল, ইলামবাজার, দুর্গাপুর, পান্ডবেশ্বর, মেজিয়া ও … Read more