প্রসাদ খেলেই ৫ হাজার টাকা জরিমানা, ফতোয়া জারী হল পশ্চিমবঙ্গেরই এক গ্রামে!
মহিষাদলের ছায়া এবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকায়। আবারো একবার এলাকার বুকে পঞ্চায়েত দ্বারা ফতোয়া জারি করার অভিযোগ উঠল। এবার ঘটনার কেন্দ্রস্থল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের খড়িকা পাটনা গ্রাম। এলাকার খাপ পঞ্চায়েতের পক্ষ থেকে ফতোয়া জারি করে বলা হয়, পুজো বাড়ির প্রসাদ খেলেই 5 হাজার টাকা জরিমানা জমা করতে হবে আর এই … Read more