নিজের অর্জিত অর্থ দান করে পাহাড় কেটে রাস্তা তৈরী করলেন এক অবসরপ্রাপ্ত সৈনিক।
দেশের সেবায় নিজের পুরো জীবন নিয়োজিত করার পর ভারতীয় সেনার এক রিটায়ার্ড ফৌজি তার গ্রামের লোকেদের কষ্ট সহ্য করতে না পেরে পাঁচ লাখ টাকা দান দিয়েছেন। রিটায়ার্ড ফৌজির পক্ষ থেকে দেওয়া এই উপহার গ্রামের লোকেদের অনতিক্রম্য পাহাড়ের উপর ৮০০ মিটার কাঁচা রাস্তা পেয়ে যান। গ্রামের বিকাশের জন্য দেশের এক সৈন্যের পদক্ষেপের প্রশংসা সব জায়গায় হচ্ছে। … Read more