আপনিও ক্ষমতার নেশায় ডুবে গেছেন! কেজরীবালকে বললেন ক্ষুব্ধ আন্না হাজারে
বাংলাহান্ট ডেস্ক : দিল্লির আবগারি নীতি নিয়ে এবার সরব হলেন আন্না হাজারে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে খোলা চিঠি দিলেন তাঁর রাজনৈতিক ‘গুরু’ আন্না হাজারে (Anna Hazare)। চিঠিতে আন্না লিখেন, ‘মদের যেমন নেশা রয়েছে। তেমন ক্ষমতারও নেশা রয়েছে। তুমিও সেই নেশায় মত্ত হয়ে গেছ।’ আম আদমি পার্টি (Aam Aadmi Party) আদর্শচ্যূত হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। … Read more