রাজ্যে একাধিক লোহার ফ্যাক্টরি, UP-তেও ব্যবসা, রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ED হানা, চলছে তল্লাশি
বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বাংলায় ইডি হানা (ED Raid)। সূত্রের খবর এদিন আসানসোলে (Asansol) এক শিল্পপতির বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি (Enforcement Directorates)। রানিগঞ্জ শিশু বাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের পাশে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে সকাল থেকে অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা। সাথে মজুত রয়েছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে … Read more