সবার সামনে জোরজবরদস্তি, মার্কিন গায়িকার সঙ্গে অসভ্যতা করে ভারতীয়দের মুখ ডুবিয়েছিলেন শাহরুখ!
বাংলাহান্ট ডেস্ক: একটা অনুষ্ঠানকে ঘিরে দশদিনের গসিপ জোগাড় হয়ে গেল বলিউডে। মুম্বইতে নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনের জন্য বলিউড তারকাদের শহরে অতিথি হয়ে এসেছিলেন একঝাঁক হলিউড তারকা। টম হল্যান্ড, জেন্ডায়া, জিজি হাদিদ থেকে নিক জোনাস এসেছিলেন অনেকেই। এর মধ্যেই আবার সুপারমডেল জিজিকে কোলে তুলে চুম্বন করে বিতর্ক সৃষ্টি করেছেন বরুণ ধাওয়ান। এই কাণ্ড চর্চার … Read more