দুই করোনা রোগীর সংস্পর্শে আসার জন্য ম্যাক্স হাসপাতালের ১৫০ জন কর্মীকে পাঠানো হল কোয়ারেন্টাইনে
বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর সাকেতে (Saket) ম্যাক্স হাসপাতালে (Max Hospital) ১৫০ স্টাফকে কোয়ারেন্টাইনে (Quarantine) পাঠানো হয়েছে। উল্লেখ্য, ওই কর্মচারীরা দুই করোনা পজেটিভ রোগীর সংস্পর্শে এসেছিলেন। কোয়ারেন্টাইনে পাঠানো ১৫০ স্টাফদের মধ্যে হাসপাতালের ডাক্তার, নার্স আর অন্যান্য স্টাফরাও আছেন। করোনা সংক্রমিত যেই দুই রোগীর সংস্পর্শে আসারা কারণে ডাক্তারদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সন্দেহ করা হচ্ছে, সেই দুই রোগী … Read more