এবার সিনেমায় নয়, আসল জীবনে হিরোর মত কাজ করে ভারতীয়দের মন জয় করলেন অক্ষয় কুমার!
বাংলাহান্ট ডেস্ক: ফের মানবতার নজির গড়লেন অক্ষয় কুমার। দুর্ঘটনাগ্রস্ত স্টান্টম্যানদের বাঁচিয়ে তাঁদের হাসপাতালে ভর্তি করেন তিনি। প্রমাণ করেন শুধুমাত্র পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তিনি হিরো। এই মুহূর্তে পরবর্তী ছবি ‘গুড নিউজ’ নিয়ে ব্যস্ত অক্ষয়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সম্প্রতি চণ্ডীগড়ে হওয়ার কথা ছিল সেই ছবির গান লঞ্চ। গানে রয়েছে স্টান্টের দৃশ্যও। সেই স্টান্ট … Read more