মোহনবাগান সমর্থক নিজের দোকান ভরিয়ে দিলেন লাল হলুদ রঙে।

বাংলা হান্ট ডেস্ক : বাংলায় ঘটি বাঙাল বিভেদ সর্বকালীন। কিন্তু এই বিভদেও আছে মিষ্টতা নয়। এক কট্টর মোহনবাগান সমর্থকের এমনই চিন্তাভাবনা। নাকতলার নিতাই। তাঁর ছোট্ট চায়ের দোকানে ভিড় করেন অসংখ্য লাল হলুদ সমর্থক। দোকানের রং দুই দলকে ফিফটি ফিফটি ভাগ করে দাওয়া হয়।ছোট্ট এই দোকানে বসে ডার্বির আঁচ নেন অসংখ্য মানুষ। ইস্টবেঙ্গলের শতবর্ষে নিতাই তাঁর … Read more

X