শুধু গুটখাতে থেমে নেই, দিনে ১০০ টা সিগারেট না খেলে ঘুম হত না! নিজের মুখেই জানান অজয় দেবগণ
বাংলাহান্ট ডেস্ক: বলিউড তারকাদের পান মশলার বিজ্ঞাপন করা নিয়ে কিছুদিন আগেই তোলপাড় হয়েছিল নেটপাড়া। গুটখার বিজ্ঞাপন করার জন্য অজয় দেবগণ (Ajay Devgan), শাহরুখ খান, অক্ষয় কুমারকে তুলোধনা করেছিলেন নেটনাগরিকরা। তাতে অক্ষয় ক্ষমা চেয়ে সরে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু শোধরাননি বাকি দুজন। বলিউডের নেশাখোরদের তালিকায় প্রথম দিকেই নাম থাকবে অজয়ের। বহু বছর ধরে ধূমপানে আসক্ত তিনি। এমনকি … Read more