নালিশ জানাতে ছদ্মবেশে ঢুকেছিলেন অভিষেকের সভায়, এবার অনশনের হুমকি সেই তৃণমূল কর্মীর
বাংলাহান্ট ডেস্ক : পরনে ছিল আকাশি রংয়ের শাড়ি। তৃণমূলের ব্যাজ লাগানো ছিল সেই শাড়িতে। গলায় তুলসির মালা। কপালে চন্দনের টিপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় তিনি গিয়েছিলেন ছদ্মবেশে। দলীয় নেতার কাছে জানিয়েছিলেন অভিযোগ। কিন্তু তারপরেও কোনও কাজ না হওয়ায় এবার অনশনের হুমকি দিলেন ওন্দার তৃণমূলকর্মী প্রিয়াঙ্কা গোস্বামী। যদিও দলীয় নেতৃত্ব এটিকে নাটক বলে কটাক্ষ করেছে। … Read more