ছেলে ফিরলে পুজো দেবেন তারকেশ্বরে, মায়ের মানত রক্ষা করতে সপরিবারে বাবার থানে পূর্ণম
বাংলাহান্ট ডেস্ক : শত্রু দেশে দীর্ঘ ২১ দিন বন্দি ছিল ছেলে। তখনই মা মানত করেছিলেন ছেলে বাড়ি ফিরলে পুজো দেবেন তারকেশ্বর মন্দিরে। বাড়ি ফিরে মায়ের ইচ্ছা পূরণ করলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। এদিন দুপুর বারোটা নাগাদ সপরিবারে তারকেশ্বরে পুজো দেন তিনি। মা, স্ত্রী, পুত্র এবং আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে পুজো দেন … Read more