টেলিপাড়ায় শোকের ছায়া, স্রোত-সার্থকের বিয়ে দিয়েই প্রয়াত সিরিয়ালের ‘পুরোহিত’ বাসুদেব চক্রবর্তী
বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালে (Television Serial) বিয়ের অনুষ্ঠান, মন্দির, পুজোর দৃশ্য থাকলেই চোখে পড়ত তাঁকে। অভিনেতা বাসুদেব চক্রবর্তী। বাংলা টেলিভিশনের পুরোহিত মশাই হিসেবে খুবই জনপ্রিয় ছিলেন তিনি। অগুনতি সিরিয়ালে (Television Serial) এখনো পর্যন্ত পুরোহিতের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এবার থামল তাঁর অভিনয়ের সফর। প্রয়াত হলেন বাসুদেব চক্রবর্তী। প্রয়াত হলেন সিরিয়ালের (Television Serial) পুরোহিত বাসুদেব … Read more