‘আর আর আর’ও কাবু করতে পারেনি, ‘পুষ্পা’ বিদায় নিলেও ১০০ দিন পার করল টলিউডের ‘টনিক’
বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ছবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক যদি ‘পুষ্পা’ হয়, তবে বাংলা ছবির ক্ষেত্রে তা নিঃসন্দেহে ‘টনিক’ (Tonic)। করোনা পরবর্তী সময়ে প্রেক্ষাগৃহ হাউজফুল করে দেখিয়েছে দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় জুটি। গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে টনিক। তারপর থেকে কেটে গিয়েছে চার মাস। ১০০ দিনেরও বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে চলছে টনিক। সেলিব্রেশন তো বনতা হ্যায়! এমন … Read more