সাধে বলে মহানায়ক! ওই সময়ে একটা ছবির জন্য কত পারিশ্রমিক নিতেন উত্তম কুমার?
বাংলাহান্ট ডেস্ক: বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের ‘মসিহা’ স্বরূপ ছিলেন উত্তম কুমার (Uttam Kumar)। তাঁর নামটাই যথেষ্ট ছিল প্রেক্ষাগৃহে দর্শক টানার জন্য। উত্তম কুমার সুচিত্রা সেন, উত্তম কুমার সুপ্রিয়া দেবী বা উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায়, এমন আইকনিক সব জুটি আর তৈরি হবে না কখনো। বাংলা সিনেমার প্রাণপুরুষ ছিলেন তিনি। শুধু যে তাঁর অভিনয় নিয়েই কথা হত এমনটা … Read more