ফের দুরন্ত ব্যাটিং করলেন কে এল রাহুল। রাহুল ও মনীশের ব্যাটের উপর ভর করে ছত্রিশগড়কে হারালো কর্ণাটক।
বিজয় হাজারে ট্রফিতে এইদিন ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটক বনাম ছত্রিশগড়ের ম্যাচ ছিল। মনিশ পান্ডের নেতৃত্বাধীন কর্ণাটক দল 79 রানে হারিয়ে দেয় ছত্রিশগড় কে। ব্যাট হাতে এই দিন দুর্দান্ত পারফরম্যান্স করেন কর্নাটকের অধিনায়ক মনিশ পান্ডে এবং তাকে যোগ্য সঙ্গ দেন কে এল রাহুল। চিন্নাস্বামী স্টেডিয়ামে ছত্রিশগড় অধিনায়ক টসে জিতে ব্যাটিং করার জন্য পাঠায় কর্ণাটক দলকে। আর … Read more