২৮ টাকার ধার মেটাতে আমেরিকা থেকে এলেন ভারতে এলেন প্রাক্তন সেনা কর্মী, মন ছুঁয়ে যাবে কাহিনী
বাংলা হান্ট নিউজ ডেস্ক: আশ্চর্য কারণে আমেরিকা থেকে হরিয়ানা এসে পৌঁছলেন নৌ সাহসিকতা পুরস্কারে ভূষিত অবসরপ্রাপ্ত নেভি কমান্ডার বিএস উপ্পল। তিনি মতি বাজারে দিল্লি ওয়ালা হালওয়াইয়ের কাছে এসেছিলেন। তিনি দোকানের মালিক বিনয় বানসালকে বলেন, ‘১৯৫৪ সালে তোমার দাদা শম্ভুদয়াল বানসালকে ২৮ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ আমাকে শহরের বাইরে যেতে হলো। এরপর নৌবাহিনীতে যোগদান করি। … Read more