উত্তাল সমুদ্রে ব্যারেল জাপটে বেঁচে থাকার লড়াই। জয়ী হয়ে ফিরলেন তিন মৎসজীবী।
বাংলা হান্ট ডেস্ক : মেদিনীপুরের ৫ মৎসজীবী মঙ্গলবার ভোরে শঙ্করপুর থেকে যন্ত্রচালিত বোটে চেপে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে শঙ্করপুর থেকে ১০ নটিক্যাল মাইল দূরে তাদের বোটটি খারাপ হয়ে যায়। শুধু তাই নয়, ঢেউয়ের তোড়ে তাতে ফুটো হয়ে ডুবেও যায়। তখন সন্ধে সাতটা হবে। তার পর থেকেই বাঁচার চেষ্টায় লড়াই শুরু হয় ৩ মত্সজীবীর। … Read more