‘মাদকাসক্ত’ দীপিকা, ‘নেপোটিজমের প্রোডাক্ট’ অনন্যা! বলিউডকে বয়কটের ডাক নেটমহলে
বাংলাহান্ট ডেস্ক: যতটা আশা জাগিয়েছিল ততটাই হতাশ করেছে ‘গহরাইয়া’ (Gehraiyaan)। দীপিকা পাডুকোন (Deepika Padukone), সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে (Ananya Pandey) অভিনীত ছবিটি এখন মিমে পরিণত হয়েছে। দেদারে সমালোচনা চলছে ছবিটিকে নিয়ে। মূলত অদ্ভূত গল্প আর মাত্রাতিরিক্ত যৌনগন্ধী দৃশ্যের জন্য এত কটাক্ষ সইতে হচ্ছে দীপ্পির ছবিকে। ইতিমধ্যেই ‘ফ্লপ’ ঘোষনা করা হয়েছে গহরাইয়াকে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় … Read more