সাবমেরিন ধ্বংসকারী ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা করল DRDO, এ বার রাতের ঘুম উড়বে শত্রুপক্ষের
বাংলাহান্ট ডেস্ক: শত্রুপক্ষের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মতো ব্যবস্থা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। সম্প্রতি ডিআরডিও তাদের সাবমেরিন বিরোধী রকেট RBU-6000 পরীক্ষা করেছে। তারা জানিয়েছে, এই পরীক্ষা সফল হয়েছে। এই রকেটগুলি নৌসেনার যুদ্ধজাহাজে মোতায়েন করা থাকবে। সেখান থেকেই ছাড়া হবে এগুলিকে। ডিআরডিও সূত্রে খবর, এর আগে এই রকেটের রেঞ্জ ছিল পাঁচ কিলোমিটার। … Read more