শুধু তো অনস্ক্রিনে নয়, বাস্তবেও ছেলের মতোই ছিলেন, অভিষেককে শেষ সাজে সাজিয়ে দেন প্রতীক
বাংলাহান্ট ডেস্ক: দেখতে দেখতে কেটে গেল একটা দিন। বৃহস্পতিবার সকালেই এসে পৌঁছেছিল খারাপ খবরটা। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) আর নেই। শোক প্রকাশ করতে বাকি রাখেননি টলিউড ইন্ডাস্ট্রির প্রায় কেউই। দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে ছিলেন অভিষেক। টেলিভিশনকেই আপন করে নিয়েছিলেন। পালটা ছোটপর্দাও তাঁকে দু হাত ভরে দিয়েছিল। অভিনেতার প্রয়াণের পর তাঁর সঙ্গে এমনি কিছু স্মৃতি … Read more