মেসি, রোনাল্ডোকে পিছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন রবার্ট লিওনডস্কি।

বাংলা হান্ট ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo), লিওনেল মেসিকে (Messi) টপকে 2020 ফিফার বর্ষসেরা ফুটবলার অ্যাওয়ার্ড জিতে নিলেন রবার্ট লিওনডস্কি (Robert Lewandowski)। গতকাল মধ্যরাতে এই পুরস্কার জিতেছেন তিনি। গত মরশুমে বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন রবার্ট লিওনডস্কি। যতগুলি টুর্ণামেন্টে তিনি অংশগ্রহণ করেছেন প্রত্যেকটিতে তিনি টপ গোল স্কোরার হয়েছেন। বুন্দেসলিগা, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ডিএফবি পোকাল … Read more

X