চলতে চলতেই লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল! আহত একাধিক যাত্রী
বাংলা হান্ট ডেস্কঃ হঠাৎই দুর্ঘটনার কবলে লোকাল ট্রেন। বৃহস্পতিবার বেলা ১২টা- সাড়ে ১২টা নাগাদ মাজু হল্ট স্টেশনে ঢোকার আগেই লাইনচ্যুত (Derailment) হয় হাওড়া-আমতা (Howrah Amta local) লোকাল। এদিনের দুর্ঘটনার জেরে আমতাগামী ওই লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। জখমও হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। রেল সূত্রে খবর, জগৎবল্লভপুরের যাদববাটি এলাকায় লোকাল ট্রেনটি লাইনচ্যুত … Read more