বিরাট কোহলির নেতৃত্বে দেশের মাটিতে প্রথম পিঙ্ক বল টেষ্ট ইনিংস এবং ৪৬ রানে জিতে নিল ভারত।
ভারতের মাটিতে প্রথম দিন রাত্রি টেস্ট। মুখোমুখি হয়েছিল ভারত বনাম বাংলাদেশ। কিন্তু এই টেস্ট তিন দিনও চলল না তার আগেই শেষ হয়ে গেল। রবিবার দুপুরেই শেষ হয়ে গেল ভারতের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্ট ম্যাচ। রবিবারের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশকে অলআউট করে দেশের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্ট ম্যাচ জিতে নিল বিরাট কোহলির … Read more