বলবীর সিংকে সম্মানিত করে উনার নামে নামাঙ্কিত হবে মোহালির হকি স্টেডিয়ামটি।

অলিম্পিকে তিনবার সোনাজয়ী ভারতীয় কিংবদন্তি হকি খেলোয়াড় বলবীর সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে সোমবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। বলবীর সিংহের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী রানা গুরমিত সিং সোদি। সেখানেই গুরমিত সিং সোদি ঘোষণা করেন যে মোহালিতে যে হকি স্টেডিয়ামটি রয়েছে সেটি ভারতীয় হকি আইকন বলবীর সিং এর নামে নামাঙ্কিত করা হবে। দীর্ঘ কয়েক সপ্তাহ মৃত্যুর সঙ্গে … Read more

X