বাড়ির পার্টিতে বানিয়ে ফেলুন স্ট্রং স্মিক্সড ফ্রুটস ককটেল
উপকরণ: কমলা লেবু মুসাম্বি বেদানা পাতিলেবু বিটনুন চিনি বিয়ার/বদকার লেমনেড প্রস্তুত প্রণালী: প্রতিটা ফল খোসা ছাড়িয়ে আলাদা আলাদা করে মিক্সিতে দিয়ে জুস বার করুন। এবার ছাঁকনিতে ছেঁকে ঐ মিশ্রনে বিয়ার/ভদকা এবং লেমনেড দিন। এবং বিটনুন ও চিনি দিয়ে দিন। বরফ টুকরো ও পাতিলেবুর রিং দিয়ে পরিবেশন করুন।