ইউকুলেলে বাজিয়ে লোকগীতি গাইতেন, ‘নন্দী সিস্টারস’ এর অন্তরা ‘পন্নিয়িন সেলভন’এ গাইলেন তামিল গান!
বাংলাহান্ট ডেস্ক: বাংলা ছবি থেকে বাঙালি, গোটা দেশেই তাদের জয়জয়কার। বাঙালি নিজেদের ছবিতে তো বটেই, অন্য ভাষার ছবিতেও নিজের প্রতিভার প্রকাশ ঘটাচ্ছে। বিশেষ করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বাঙালির উপস্থিতি চোখে পড়ার মতোই। ৩০ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত বহুল চর্চিত তামিল ছবি ‘পন্নিয়িন সেলভন’এ (Ponniyin Selvan) গান গাইলেন বাংলার মেয়ে অন্তরা নন্দী (Antara Nandi)। ‘সারেগামাপা লিল চ্যাম্পস’ থেকে পরিচিতি … Read more