Andal: “ভেটকি” ডাকায় অসন্তোষে! ভাইপোকে খুন করে জঙ্গলে ফেলে দিল পিসি
বাংলাহান্ট ডেস্ক : ছোট্ট ছেলে তার পিসির নাম দিয়েছিল ভেটকি। কিন্তু, শুধুমাত্র ভেটকি বলে ডাকার অপরাধে নিষ্পাপ বালকের প্রাণটিও যে চলে যাবে তাই বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউই। অবশেষে প্রায় ১৫ দিন পর অন্ডাল শিশু হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ। প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তিতে সন্দেহ করা হয় মৃত শিশু সৌরভ বাউরির খুড়তুতো পিসির ওপর। সন্দেহের ভিত্তিতেই … Read more