নেপোটিজমের বাড়বাড়ন্ত, বয়কট ট্রেন্ডকে বুড়ো আঙুল দেখিয়ে শানায়া কাপুরকে বলিউডে লঞ্চ করছেন করন
বাংলাহান্ট ডেস্ক: ছেলেমেয়েদের বলিউডে লঞ্চ করানোর জন্য তারকা বাবা মায়েদের বরাবরের ভরসা করন জোহর (Karan Johar)। আলিয়া ভাট, বরুন ধাওয়ান থেকে শুরু করে অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুরকেও লঞ্চ করেছেন তিনি। যদিও এ জন্য ‘নেপোটিজম কিং’ আখ্যাও পেয়েছেন তিনি। নেটনাগরিকদের তুমুল ক্ষোভের মুখেও পড়তে হয়েছে। কিন্তু করন শোধরাননি আর ভবিষ্যতেও তাঁর শোধরানোর কোনো লক্ষণই নেই। বলিউডের … Read more