সিঁদুর খেলায়, খুনসুটি তে মাতলেন নুসরত – নিখিল।
বাংলা হান্ট ডেস্ক: বাঙালিদের পুজোর পর সীদুর খেলা বাঙালিদের মননে এক আলাদা স্মৃতি এনে দেয়। আর বিয়ের পর প্রথম পুজোয় সিদূর খেলা তো এক আলাদা অনুভুতি। সদ্য বিবাহিতা সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের ও বিয়ের পর প্রথম পুজো।আলাদা কোনো প্ল্যানিং এ নয় বরং তাই আর পাঁচজন মনে প্রাণে বাঙালির মতনই বাঙালিয়ানা তে মেতে ছিলেন নুসরত। ষষ্ঠী … Read more