বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ঘন্টায় 175 কিমি বেগে বল ছুড়ে বিশ্বরেকর্ড গড়লেন শ্রীলঙ্কান পেসার পাথিরানা।
রবিবার অনুর্দ্ধ 19 বিশ্বকাপে মাঠে নেমেছিল ভারত এবং শ্রীলঙ্কা। আর ভারত বনাম শ্রীলঙ্কার এই ম্যাচে ঘন্টায় 175 কিলোমিটার গতিবেগে বল ছুড়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলে দিলেন শ্রীলঙ্কান পেস বোলার মাথিশা পাথিরানা। আন্তর্জাতিক ক্রিকেটে এত জোরে বল ছুড়ে রীতিমতো তাকে লাগিয়ে দিলেন এই 17 বছর বয়সী তরুণ শ্রীলঙ্কান বোলার। রবিবার ব্লুমফেন্টনে অনুর্দ্ধ 19 বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি … Read more